ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ি এলাকার রেললাইনের পাশ থেকে ফারুক (১৮) নামের এক কয়েদিকে মাজায় রশি বাঁধা ও হ্যান্ডকাপসহ আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পকেট থেকে দিনাজপুর জেলখানার একটি কার্ড উদ্ধার করা হয়।
কার্ড থেকে জানা গেছে সে দিনাজপুর জেলখানার হাজতি/কয়েদি। যার নম্বর ২২৪৮/১৬, পিসি নম্বর ১২৩/১৩ এবং অবস্থানের ওয়ার্ড হাম-৪। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. আই নজরুল ইসলাম জানান, শুক্রবার সকালে এলাকাবাসি আহত অবস্থায় একজন অপরিচিত লোককে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ফুলবাড়ি এলাকার রেললাইনের পাশ থেকে কয়েদি ফারুককে উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি জানান, আহত কয়েদির মাজায় রশি বাঁধা এবং সাথে হ্যান্ডকাপ রয়েছে। তার পকেটে দিনাজপুর কারাগারের একটি কার্ড পাওয়া গেছে। যশোর রেলওয়ে পুলিশ এস আই ইদ্রিস আলী মৃধা জানান, ফারুককে দিনাজপুর জেলখানা থেকে যশোর জেলখানার শিশু সংশোধনাগারে পুলিশ প্রহরায় ট্র্রেনযোগে নেয়া হচ্ছিল।
নেওয়ার পথে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ি এলাকায় পৌছালে ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে । এতে সে মাজা ও হাত-পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।