13yercelebration
ঢাকা

কামিকাজে ড্রোন ব্যবহার করছে রাশিয়া

Link Copied!

ইউক্রেনে সুমি অঞ্চলে কামিকাজে ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ক্রাসনোপিলিয়ায় মঙ্গলবার মর্টার দিয়ে চারবার গোলাবর্ষণ এবং কামিকাজে দিয়ে বোমা হামলা করা হয়। এতে চারজন আহত হয়েছেন। এমন তথ্য দিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীর কর্মকর্তা দিমিত্রো ঝিভিস্তেকি।

অবশ্য ইউক্রেনের সেনারাও রুশদের বিরুদ্ধে কামিকাজে ড্রোন ব্যবহার করেছিল। ড্রোনটি বেশ ভয়ংকর। কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোন সাধারণত আকাশ থেকে মিসাইল বা বিস্ফোরক নিক্ষেপ করে।

কিন্তু কামিকাজে ড্রোনটি বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে সরাসরি সেই লক্ষ্যবস্তুর কাছে চলে যায় এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। এ কারণে এটিকে আত্মঘাতী ড্রোনও বলা হয়।

ড্রোনটি আকাশে উড়ার পর তার লক্ষ্য ঠিক করে। লক্ষ্য ঠিক করার আগপর্যন্ত আকাশে ভাসতে থাকে। এটিতে রয়েছে অত্যাধুনিক জিপিএস এবং ক্যামেরা।

http://www.anandalokfoundation.com/