14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা প্রতিরোধে দ্বিতীয় টিকা নিয়েও আক্রান্ত হলেন এমপি বাদশা

admin
April 15, 2021 8:18 am
Link Copied!

করোনাভাইরাস প্রতিরোধে টিকা দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৪ এপ্রিল) রাতে সংসদ সদস্য নিজেই হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শরীরে জ্বর অনুভূত হওয়ায় মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা দেন।

বুধবার তার পজেটিভ ফলাফল আসে। পরে রাত ৮টায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৮ এপ্রিল রামেক হাসপাতালে দ্বিতীয় ডোজ শুরুর দিনই সস্ত্রীক টিকা নেন ফজলে হোসেন বাদশা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিনিই প্রথম করোনার টিকা নিয়ে রাজশাহীতে এ কার্যাক্রম উদ্বোধন করেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

http://www.anandalokfoundation.com/