রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বিকালে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে জনঅবিহিতকরণ সভায় তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের একজন ভিক্ষুকেরও তথ্য পাওয়ার অধিকার রয়েছে।
এ রাষ্ট্রের মালিক জনগণ কাজেই তথ্য পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, পৌর মেয়র আলমগীর সরকার, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাহফুজা বেগম পুতুল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারি প্রমুখ।
তথ্য কমিশন ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতির আসন অলংকৃত করেণ মুকেশ চন্দ্র বিশ্বাস মাননীয় জেলা প্রশাসক।