14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একজন নারী ইউএনওর চেষ্টায় বদলে যাচ্ছে আগৈলঝাড়া

Link Copied!

শুধু পুরুষ কর্মকর্তারাই দক্ষতা, যোগ্যতার মাপকাঠিতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন- এ ধারণা ভুল প্রমাণিত করে বিশাল এই কর্মযজ্ঞে নারীরা আর পিছিয়ে নেই। প্রশাসনের বিভিন্ন পদ-পদবীতে তারা দক্ষতার সাক্ষর রাখছেন। দেশ পরিচালনার প্রশাসনের মাঠ পর্যায়ে নানা উদাহরণ সৃষ্টি করছেন নারীরা। উপজেলা প্রশাসনের শীর্ষপদে থাকা নারী ইউএনওরা সফলতা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে নিরলসভাবে দেশের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তেমনি একজন নারী ইউএনও ফারিহা তানজিম এর চেষ্টায় বদলে যাচ্ছে আগৈলঝাড়া উপজেলা।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিম। তিনি প্রশাসনের ৩৪ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ।
জানা গেছে, ২০২৩ সালের ১২ ডিসেম্বরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ফারিহা তানজিন। যোগদানের পর থেকেই নিজ কর্মস্থলে দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। বিরুপ পরিস্থিতিতেও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কাজ সঠিক ভাবে তদারকী এবং জনসেবায় নিজেকে সম্পৃক্ত রেখে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন।
উপজেলা নির্বাহী অফিসারের প্রধান দায়িত্ব হচ্ছে, উপজেলায় অবস্থিত সকল বিভাগের কাজকর্মের সমন্বয় সাধন করা। মাদকমুক্ত, যৌতুক-বাল্যবিয়ে রোধ ও জঙ্গিমুক্ত সামাজিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ কাজের ভার তাদের ওপর ন্যস্ত। এছাড়া একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি উপজেলার সকল দায়িত্ব তদারকি করে থাকেন। পাশাপাশি জেলার সঙ্গে সমন্বয় করে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাঝে-মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নারী ইউএনওরা। উপজেলা নির্বাহী অফিসারদের রয়েছে সাধারণ, রাজস্ব, ফৌজদারি ও উন্নয়ন প্রশাসন বিষয়ে দায়িত্ব পালনের ভার।
আগৈলঝাড়া বিভিন্ন উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নমূলক কর্মকান্ড তদারকি করা, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকি ও বাস্তবায়ন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে তাদের ভূমিকা রাখতে হয়।
শনিবার সকাল ৮ টা থেকে রাজিহার ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিজ পায়ে হেঁটে কাজগুলো ঠিকঠাক হয়েছে কিনা দেখে বুঝে বিল দেয়া হবে। কোন কাজ ১০০% না হলে যতটুকু কাজ হয়েছে ততটুকুই বিল দেয়া হবে এর বেশি নয়।
এছাড়াও, সরকারের স্থায়ী আশ্রয়ণ প্রকল্প, আদর্শ গ্রাম, আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, অসহায় মানুষদের বিভিন্ন আশ্রয়নে সংস্থানকরণ, সামাজিক সমস্যা দূরীকরণে জনগণকে উদ্বুদ্ধ করা এবং যৌতুক-বাল্যবিয়ে রোধে পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতোই দক্ষভাবে বিশেষ ভূমিকা পালন করছেন এই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারিহা তানজিম বলেন, আমি আগৈলঝাড়া দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিভিন্ন ধরণের কাজ করেছি। মাঠ পর্যায়ে আমাদের সমস্যা হলেও আমরা সেই সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করি। যেদিন থেকে এ উপজেলায় যোগদান করেছি। সেদিন হয়তো অনেকের মনে প্রশ্ন ছিলো একজন নারী কর্মকর্তা কতটুকু মাঠ সামলাতে পারবেন। তবে আমার বিশ্বাস সময়ের শ্রোতে সেই ধারনা ভুল প্রমাণিত হয়েছে। আমি একজন নারী কর্মকর্তা হিসেবে নয় বরং উপজেলাবাসীর একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করেছি। যেখানেই সমস্যা, সেখানেই সমাধানের চেষ্টা করেছি। শত বাঁধা পেরিয়ে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামীর সুন্দর আগৈলঝাড়া গড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নারী ইউএনদের প্রশংসা করে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পুরুষ কর্মকর্তাদের ন্যায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তারা ব্যাপক কর্মঠ। কাজের প্রতি যতœবান। মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দিচ্ছেন। আমরা জেলা প্রশাসন থেকে সকল ইউএনওদেরকে জনসেবায় নিজেদের সম্পৃক্ত করতে উৎসাহ দিয়ে যাচ্ছি।
http://www.anandalokfoundation.com/