14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণসহ চার দফা দাবি মারমা সমাজের

SDutta
July 6, 2025 8:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামে অধিবাসী সম্প্রদায়ের মধ্যে সরকারি বরাদ্দ ঠিকমত না করায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমার অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছে মারমা সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন।

সংগঠনের ঢাকা মহানগর শাখা রোববার ( ৬ জুলাই ২০২৫) জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন মারমা সম্প্রদায়ের আমেৎ মারমা, আচিং মারমা, রাজু মারমা, কাজু মারমা, কংচুরি মারমা, মংবা মরমা, অংগ্রাজাই মারমা।

বক্তারা বলেন, জুলাই আগস্ট স্বৈরাচারের পতন হলেও পার্বত্য চট্টগ্রামে বসে আছে তাদের দোসররা। তাদেরই একজন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমা। এরা নিজেরাই সরকারি বরাদ্দের সবটা নিয়ে নিচ্ছে। পার্বত্য চট্টগ্রামের অন্য সম্প্রদায়ের লোকজন বঞ্চিত থেকে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে ত্রিপুরা-মারমা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই। যে কারণে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণে চরম বৈষম্য দেখা দিয়েছে। তাদের কে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মারমা সম্প্রদায়ের প্রতিনিধি নিয়োগ দিতে হবে।

তারা আরো বলেন, বর্তমানে চাকমা সম্প্রদায় একচেটিয়া ভাবে সরকারি সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। অন্য সম্প্রদায়ের লোকজন বঞ্চিত থেকে যাচ্ছে।

সচেতন মারমা সম্প্রদায়ের চার দফা দাবি
১) উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।
২) যুগ্ম সচিব কংকন চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।
৩) পার্বত্য তিন জেলার প্রকল্প ও বরাদ্দগুলো ন্যায্য ও সংবেদনশীলতার ভিত্তিতে সমবন্টনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
৪)পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অধীন আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান পদে পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয়-তৃতীয় সংখ্যাগরিষ্ঠ মারমা ও ত্রিপুরা জাতিগোষ্ঠী থেকে প্রতিনিধি নিয়োগ দিতে হবে।

http://www.anandalokfoundation.com/