13yercelebration
ঢাকা

ঈদে অতিরিক্ত ভাড়া নেয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেতুমন্ত্রী

Rai Kishori
August 5, 2019 8:37 pm
Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না। অতিরিক্ত ভাড়া নেয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে কোনও ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীরা যেন চলাচল না করেন এবং সেসব গাড়িতে পশু না উঠানো হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কারণ ফিটনেসবিহীন গাড়িগুলো মহাসড়কের যেকোনো জায়গায় থেমে যায়। যার কারণে অন্যান্য গাড়ি চলাচলের গতি কমে যায়।

ওবায়দুল কাদের আরও বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর কাজ অতিরিক্ত জনবল নিয়ে দ্রুত মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া টঙ্গী-গাজীপুর সড়কে বিআরটির কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/