জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে আর এন্ড এট ডেফলাপাড়া-বেনুয়ারচর রাস্তায় দুটি আরসিসি গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজ দুটির উদ্বোধন করেন।
‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল’ ব্রীজেস শীর্ষক প্রকল্পের আওতায় ইসলামপুরের আর এন্ড এট ডেফলাপাড়া-বেনুয়ারচর রাস্তায় যথাক্রমে ১ হাজার ৬০০ মিটার ও ২ হাজার ১০০ মিটার চেইনেজে ব্রীজ দুটি নির্মিত হয়েছে। এই দুটি রীজ নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮ কোটি ৯৩ লাখ ১১ হাজার ৩৩৯ টাকা। এতে অর্থায়ন করেছে যৌথভাবে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। এই ব্রীজ দুটি নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলো ইসলামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তনয় এন্টারপ্রাইজ ব্রীজ দুটি নির্মাণ করেছে।
এ উদ্বোধন অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম, চর গোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।