13yercelebration
ঢাকা

ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে দায়িত্ব পাচ্ছেন প্যানেল চেয়ারম্যান/ইউএনও/এসিল্যান্ড

ডেস্ক
August 20, 2024 7:38 am
Link Copied!

ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে দায়িত্ব পাচ্ছেন প্যানেল চেয়ারম্যান/ইউএনও/এসিল্যান্ড। দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এই সমস্যার সমাধানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিতে পারবেন। আর প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারদের (ভূমি) এই দায়িত্ব দিতে পারবেন।

সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিষয়ে পরিপত্রে বলা হয়, দেখা যাচ্ছে দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন। ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিতে করতে পারবেন। আর প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যেকোনো জটিলতা দেখা দিলে ইউএনও বা সহকারী কমিশনারকে (ভূমি) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা যাবে।

এর আগে, দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র, ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সারা দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। অপসারণ করা মেয়র ও চেয়ারম্যানদের জায়গায় সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

http://www.anandalokfoundation.com/