ব্রাজিলিয়া থেকেঃ ইউনেস্কো ও ব্রাজিলের যৌথ উদ্যোগে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে ১২টি দেশের ১৫টি সাংষ্কৃতিক উপস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবছরের ইউনেস্কো প্রতিপাদ্য “ল্যাঙ্গুয়েজ উইথআউট বর্ডার্স”-এর আলোকে ব্রাসিলিয়াতে এবারের দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। প্রথম পর্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহন আরো সম্প্রসারিত করার লক্ষ্যে এবার ১২টি দেশের ১৫টি সাংষ্কৃতিক উপস্থাপনায় সাজানো হয়েছিল ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যার অনুষ্ঠানমালা।
গত বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও ইউনেস্কো-ব্রাজিল ও রাজধানী ব্রাসিলিয়া সরকারের সংষ্কৃতি ও শিক্ষা বিভাগ দূতাবাসের এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ব্রাজিলে একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এ দুটি সংগঠনের অংশীদারিত্ব এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ব্রাজিলের ২১ কোটি জনগণ এবং এদেশে বসবাসকারী লক্ষ লক্ষ বিদেশিদের কাছে একুশের বার্তা পৌঁছে দিতে এই যৌথ উদ্যোগ আগামীদিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা এখন নির্দ্বিধায় বলা যায়।
২০শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান তাঁর স্বাগত বক্তব্যে ভাষাসংগ্রাম থেকে শুরু করে বাঙালির স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে অপ্রতিরোধ্য বাঙালি জাতির বীরত্বগাঁথা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একুশে কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো, সে গৌরবের দিনগুলিও তিনি তুলে ধরলেন আন্তর্জাতিক এই সমাবেশে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্মার্থ তথা পৃথিবীর সব ভাষাকে বাঁচিয়ে রাখা এবং সব ভাষাভাষী মানুষের তাঁদের নিজ নিজ মায়ের ভাষায় কথা বলার অধিকার নিশ্চিতের জন্যও তিনি আহবান জানান। তিনি বলেন যে, ভাষা একটি জাতিগোষ্ঠীর সাংষ্কৃতিক বা জাতিগত পরিচয় বংশপরম্পরায় বয়ে নেয়ার সবচেয়ে শক্তিশালী বাহন এবং পৃথিবীর সব জাতিগোষ্ঠিগুলোর সংষ্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সবার ভাষাকে বাঁচিয়ে রাখা তাই জরুরী।
বাঙালির মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় শহীদদের স্মৃতিবিজড়িত একুশে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় অভিষিক্ত। একদা একান্তভাবেই বাংলাদেশের এই দিবসটি আজ রাজনৈতিক সীমান্ত ছাড়িয়ে পালিত হচ্ছে পৃথিবীর সর্বত্র। একুশের প্রেক্ষাপট, ইতিহাস বা পৃথিবীর সব ভাষার মর্যাদাপূর্ণ অবস্থানের সংগ্রামে একুশের অবদান—এসবই বিশ্বসভায় তুলে ধরার দায়িত্ব তাই আজ সব বাঙালির। এভাবেই ব্রাজিলে এবার বৃহত্তর পরিসরে একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আয়োজনের প্রাসঙ্গিকতা বর্ণনা করলেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান। অনুষ্ঠানে বিপুল দর্শক উপস্থিতির সুযোগ নিয়ে রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষে বাংলাদেশ দূতাবাসের আয়োজনগুলোতে অংশগ্রহনের জন্যও সবার প্রতি আহবান জানান।
ইউনেস্কো ও ব্রাসিলিয়া সরকারের প্রতিনিধিবৃন্দ তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বের প্রতি আলোকপাত করে এবিষয়ে কাজ করে যাওয়ার জন্য তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন। এ ধরণের একটি সত্যিকারের আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিনটিকে সবার মাঝে পরিচিত করার এ প্রয়াসের জন্য ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন যে, ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসের এ উদ্যোগে তাঁরা ভবিষ্যতেও সহযোগিতা করবেন।
ইউনেস্কো-ব্রাজিলের পরিচালক, ব্রাসিলিয়া সরকারের গভর্নরের প্রতিনিধিবৃন্দ, ব্রাজিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ব্রাজিল সরকারের বিভিন্ন স্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, রাষ্ট্রদূতবৃন্দসহ শতাধিক কূটনীতিক, ব্রাজিলিয়ান ও অন্যান্য বিদেশীসহ চারশতাধিক দর্শকশ্রোতা এ আয়োজনে উপস্থিত থেকে বাঙালির প্রিয় একুশেকে সত্যিকারভাবেই সেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রুপান্তরিত করেছিল। বিশ্ব-সংষ্কৃতির এক মিলনমেলা যেনো বসেছিল ব্রাসিলিয়াতে সেই সন্ধ্যায়।
বাংলাদেশের উপস্থাপনায় “আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” বা “চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে”, স্প্যানিশ ফ্লামিংগো, ব্রাজিলের ইউনেস্কো-স্বীকৃত ঐতিহ্য কাপোয়েইরার বা ফোঁহো এন্ড সাম্বার মনমাতানো পরিবেশনা, জাপানের হিকারীদাইকো-তাইকো ড্রামের উচ্চনিনাদের পরিবেশনা, এ্যাঙ্গোলার আফ্ৰিকান ঐতিহ্যবাহী নাঁচ, আর্জেন্টিনার বিশ্বখ্যাত ট্যাংগো, গ্রিসের পরিবেশনায় হেলেনিক সংষ্কৃতির একগুচ্ছ উপস্থাপন, কিউবার মনমাতানো আর রুদ্ধশ্বাস ব্যালে পরিবেশনা, ব্রাজিলের স্বনামধন্য সঙ্গীতশিল্পী আনা লেইলার পরিবেশনায় ‘শান্তির’ গানের মূর্ছনা, দর্শকমাতানো মিসরের লোকনৃত্য, জ্যামাইকার পরিবেশনায় “সিয়ার স্বপ্ন”, সংযুক্ত আরব আমীরাতের পরিবেশনায় ঐতিহ্যবাহী আরব নৃত্য, সিরিয়ার কণ্ঠশিল্পী দিয়ালা ফায়াদের সুরেলা আরবি সঙ্গীতের পরিবেশনা, এসবই উপভোগ করেন হলভর্তি চার শতাধিক দর্শক তিনঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে। মুহূর্মুহু করতালিতে সিক্ত হন শিল্পীরা। দূতাবাসের এ অনন্য আয়োজনের জন্য প্রবাসী বাংলাদেশী, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ , ব্রাজিলিয়ান ও অন্যান্য বিদেশিরা দূতাবাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অকুণ্ঠচিত্তে।
আয়োজনের দ্বিতীয় পর্বে একুশের সকালে রাষ্ট্রদূত জাতীয় পতাকা অর্ধনমিতকরন করে দিনের কর্মসূচীর সূচনা করেন। এরপর প্রবাসী বাংলাদেশী ও দূতাবাস পরিবারের সদস্যদের সাথে দূতাবাসে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অৰ্পন করেন। দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পড়ে শোনানো হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রবাসী বাংলাদেশীসহ আলোচকরা বায়ান্নর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বলেন যে, বাঙালির ভাষা আন্দোলনই ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত। আজকের স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার বিষয়েও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত তাঁর সমাপনী বক্তব্যে ভাষা আন্দোলনের প্ৰেক্ষিত বর্ণনা করে বলেন যে, ভাষাশহীদদের সর্বোচ্চ ত্যাগের মহিমায় দীক্ষিত হয়ে আজ আমাদের কাজ তাঁদের স্বপ্নের সবরকমের বঞ্চনাহীন এক বাংলাদেশ গড়ে তোলা। বাংলাদেশের উন্নয়নযাত্রায় অংশগ্রহণ করে একটি শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহবান জানান। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি করে তিনি বলেন যে, আজকের শিশুরা যাতে বাংলাভাষা শুদ্ধভাবে শিখতে ও চর্চ্চা করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা প্রত্যেকটি বাবা-মায়ের কর্তব্য। ভাষাশহীদদের প্রতি সেটাই হবে আমাদের সর্বোৎকৃষ্ট শ্রদ্ধার্ঘ্য।
সংখ্যাগরিষ্ঠের ভাষা অন্যান্যদের উপর চাপিয়ে দেয়ার প্রবণতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন যে, বায়ান্নর ভাষাশহীদরা শুধুমাত্র তাঁদের মাতৃভাষার তথা বাংলাভাষার অধিকার রক্ষার জন্যই সেদিন আত্মাহুতি দেননি। তাঁদের আত্মদান ছিল পৃথিবীর সব নির্যাতিত ভাষার