রাশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ পায়ত্রর আকোপোভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য হলো পুরো ইউক্রেনকে দখল করা এবং নতুন করে সাজানো।
এছাড়াও ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল দখল করে সেটি নিজেদের অধিভুক্ত করবে রাশিয়া।
অন্যদিকে রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা মেজর জেনারেল রুস্তম মিনেনকায়েভ জানান, রাশিয়ার মূল লক্ষ্য হলো দোনবাস ও ইউক্রেনের পুরো দক্ষিণ দিক দখল করা এবং দক্ষিণ দিকের সঙ্গে ক্রিমিয়ার ও মলদোভার ট্রান্সনিসট্রিয়ার সংযোগ স্থাপন করা।
ইউক্রেনের দক্ষিণ রুশ সেনারা দখল করতে পারেন তাহলে আর তাদের রাজধানী কিয়েভ ও লভিভ দখল করতে হবে না। তখন আপনা আপনি ইউক্রেনে ভাঙা শুরু হবে। তখন ইউক্রেনের আর অস্তিত্বই থাকবে না।