ইউক্রেনকে ৩৮০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনকে সর্বশেষ দেড়শ মিলিয়ন মার্কিন নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার পর দেশটির মোট মার্কিন সহায়তার পরিমান ৩৮০ কোটি মার্কিন ডলার।
অন্যদিকে, ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। আগামী সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের এই অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া শুরু হবে ।
এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।