14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘আমার সংবাদ’ এর বর্ষসেরা প্রতিনিধি লক্ষ্মীপুরের আলী হোসেন

admin
February 13, 2019 3:44 pm
Link Copied!

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  অনুসন্ধানী এবং সাহসিকতাপূর্ণ সংবাদ লেখনির ক্ষেত্রে ‘‘দৈনিক আমার সংবাদ’’ এর বর্ষসেরা পাঁচজনের মধ্যে প্রথমস্থান নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আলী হোসেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সেরা প্রতিনিধি হিসাবে সন্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি।

দৈনিক আমার সংবাদ এর ৬ষ্ঠ বর্ষপুর্তি পালন ও ৭মবর্ষে পদার্পন উপলক্ষে এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হাসেম রেজার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সাংবাদিক আলী হোসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে আগত ৪৫০ জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমার সংবাদ সূত্র জানায়, সারাদেশে সাহসিকতা পূর্ণ সংবাদ লেখনির ক্ষেত্রে ৫ জন এবং বিজ্ঞাপনদাতাদের মধ্যে সেরা ৫ জনসহ ১০ জনকে সর্বসেরা পুরস্কারপ্রাপ্ত হিসাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে আলী হোসেন প্রথমস্থান অর্জন করে।

সাংবাদিক আলী হোসেন লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক ভিশনের প্রধান বার্তা সম্পাদক এবং মাইটিভির লক্ষ্মীপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আকাশবার্তার সম্পাদক ও প্রকাশক। তিনি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা এবং সভাপতির দায়িত্বে আছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক কাজের সাথেও জড়িত। দায়িত্ব পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে। সড়ক দূর্ঘটনা রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন ‘ নিরাপদ সড়ক চাই ‘ চন্দ্রগঞ্জ থানা শাখার আহবায়ক হিসাবে।

এদিকে গুণী এই সাংবাদিককে শুভেচ্ছা জানিয়েছেন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো: জোবায়ের আলী, তিনি বলেন আলী হোসেন আমাদের ছেলে। তার লেখার মাধ্যমে অনেক গুলো দিক ফুটে উঠে। প্রশাসনকে তাদের কাজে সাহায্য করার জন্য আলী হোসেনে মত দক্ষ এবং সাহসিকতাপূর্ণ সাংবাদিক প্রয়োজন।

এদিকে সোশাল মিডিয়াতে (ফেসবুকে)  শুভেচ্ছা জানিয়েছেন সামিজিক , রাজনীতিক নেতৃবৃন্দ সহ  বিভিন্ন পেশার মানুষ। শুভেচ্ছা জানাতে ভুল করেননি চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ লক্ষ্মীপুর জেলার বিজ্ঞ আইনজীবীরা।

http://www.anandalokfoundation.com/