13yercelebration
ঢাকা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেন তামিম

নিউজ ডেক্স
July 17, 2022 11:28 am
Link Copied!

তামিমের নেতৃত্বে ওয়ানডে সিরিজে উইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ভালো ব্যাটিং করে হয়েছেন সিরিজসেরা হয়েছেন তামিম।

ক্যারিবীয় থেকে তামিম এক ফেসবুক পোস্টে জানালেন, টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি সাবেক হয়ে গেছেন!

তামিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর ৪টায় লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

২০২০ সালের মার্চের পর থেকে টি-টোয়েন্টি খেলছেন না তামিম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েও নিজেকে সরিয়ে নেন তিনি।

এর পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছয় মাসের বিরতিতে যান। সেই বিরতি শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম।

http://www.anandalokfoundation.com/