আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় এক বৃদ্ধার রহস্য জনক মৃত্যু হয়েছে। পরিবার থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার দাবী করলেও এই মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে বিভিন্ন ধরনের কানাঘোসা।
জানাগেছে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মাগড়া গ্রামের বলরাম বৈদ্য (৬০) সোমবার দিবাগত রাতে রান্না ঘড়ের বাশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন দাবী করলেও বাড়িতে ৫-৬টি পরিবারের কোন ব্যাক্তিই গলায় ফাঁস দেয়ার কথা জানে না। বলরামের পরিবারে তার স্ত্রী এক পুত্র ও পুত্রবধু নিয়ে চার জনের সংসার। এক ছেলে ভারতে থাকে ও দুই মেয়েকে বিয়ে দিয়েছে। দরিদ্র পরিবারে মাঝে মধ্যে অশান্তি দেখা দিত।
সরেজমিন দেখাগেছে মৃত্যুব্যাক্তির উচ্চতার চেয়ে ফাঁস দেওয়ার উচ্চতা কম। আগৈলঝাড়া থানার এস আই আঃ হক জানান ময়না তদন্ত রির্পোট পাওয়ার পরেই মৃত্যু রহস্য পরিস্কার হবে।