আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সৌরভ মন্ডলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে শনিরবার রাত ১২টার দিকে লাশ তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ মাগুরা গ্রামে আসে। লাশ এলাকায় পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। স্বজন ও সহপাঠিদের আহাজারিতে আকাশ বাতাশ ভাড়ি হয়ে উঠে।
রোববার দুপুরে পারিবারিক শ্মশাণে সৌরভকে সমাধি দেয়া হয়। এ সময় খুনিদের গ্রেফতারসহ শাস্তির দাবি করেন উপস্থিত শোকাহত এলাকাবাসী ও স্বজনরা।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাগুরা গ্রামে সেচপাম্পের (মেশিনের) সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ব্লক ম্যানেজার বেল্লাল মোল্লা, ফারুক মাতুব্বর ৪র্থ শ্রেনীর ছাত্র সৌরভ মন্ডলকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে নির্যাতিত সৌরভকে লাথি দিয়ে ইরি-বোরো ব্লকের ড্রেনের ভেতর ফেলে দেয়। মুমূর্ষ অবস্থায় সৌরভকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে সৌরভ মারা যায়।
এ ঘটনায় নিহতের পিতা কার্তিক মন্ডল বাদি হয়ে দুই জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।