আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মিরের রাজৌরি সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ গেছে ভারতীয় এক সেনা কর্মকর্তা ও তিন জওয়ানের। সোমবার ভোরের এই গোলাগুলিতে আহত হন আরও একজন।
ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায়, নিয়ন্ত্রণরেখার পুঞ্চ ও রাজৌরি সেক্টরে একযোগে হামলা চালায়, পাক রেঞ্জার্স। এই নিয়ে তিন দিনে দু’দফা অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। অবশ্য, সীমান্তে গোলাগুলির ব্যাপারে ইসলামাবাদ আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
ভারত জানিয়েছে, গেলো এক মাসে রেকর্ড ১৩০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে, প্রতিবেশী দেশ। যা, ২০১৪ সালের পর এক মাসে সর্বোচ্চ। এছাড়া, পাকিস্তানি সেনাদের হামলায় প্রাণ গেছে জওয়ান-সেনা কর্মকর্তাসহ অন্তত ১৪ জনের; আহত হয়েছে ৬০ জনের বেশি ভারতীয়।