14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ভোক্তা অধিকার আইনে জরিমানা

admin
August 16, 2017 6:52 pm
Link Copied!

আবু নাসের হুসাইন:  ফরিদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়। গতকাল বুধবার সকাল ১১.৩০ মিনিটে ফরিদপুরের মুন্সিবাজার ও মুজিব সড়কে এ অভিযান চলে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে বাজার মনিটরিংটিমে অংশ গ্রহন করেন কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা কমিটির সাধারন সম্পাদক ও দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, জেলা সেনেটারী ইনেন্সপেক্টর মোঃ বজলুর রশিদ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। বাজার মনিটরিংয়ের সময় মূল্যতালিকা না থাকায় , মেয়াদ উর্ত্তীর্ন তারিখ ও খুচরা মুল্য না থাকায়, এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মুন্সিবাজারে প্রতিমা ষ্টোরকে ৪৩ ও ৪৬ ধারায় ২০০০/-, ফারিহা মেডিকেল হলকে ৩৭ ধারায় ২০০০/-, শহরের মুজিব সড়কে ফ্রেস ফুডকে ৩৮ ও ৪৩ ধারায় ১০০০/-, বিসমিল্লাহ বেকারীকে ৫১ ধারায় ২০০০/-, ভাঙ্গা রাস্তার মোড়ে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারকে ৩৮ ও ৪৩ ধারায় ২০০০/- টাকা জরিমানা করা হয়।

 

http://www.anandalokfoundation.com/