14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে সালথায় মহান বিজয় দিবস উদযাপন

Biswajit Shil
December 16, 2019 1:48 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:- নানা আয়োজনের মধ্যেদিয়ে ফরিদপুরের সালথায় মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে।

১৬ই ডিসেম্বার উপলক্ষে সোমবার সকালে সুর্য উদয়ের আগে সালথা উপজেলা চত্তরে শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে, উপজেলা পরিষদ ও প্রশাসন, সালথা থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সালথা প্রেসক্লাব, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাকের পার্টি, সালথা কলেজ, প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও সালথা বাজার বনিক সমিতিসহ বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ।

শ্রদ্ধা নিবেদন শেষে সালথা সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমূক্তকরণ, কুচকাওয়াচ, স্কুল ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে প্রদর্শণ ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এসময় উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করে নেন। অনুষ্ঠানের শুরু থেকেই কলেজ মাঠ দর্শকে কানায় কানায় ভর্তি ছিলো। সন্ধ্যায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবস কনসার্টের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান ফকির মিয়া, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মাতুব্বার, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সালথা কলেজের প্রতিষ্ঠাতা হোসনে-আরা ইকবাল মাতু, যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা, সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি মনির মোল্যা, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ সহ সকল সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

http://www.anandalokfoundation.com/