উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারে করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন।
স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরন করার পড়ে মন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ফুলেল শুভেচ্ছা ও সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
হেলিকপ্টার থেকে নেমেই ওবায়দুল কাদের বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা খুঁজতে থাকেন। এসময় মাশরাফি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালে তিনি বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। পরে সম্মেলন স্থল সুলতান মঞ্চে পৌঁছান অতিথিবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে মাশরাফি সহ উপস্থিত রয়েছেন-সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ম-লির সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য। নড়াইলে জেলা মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাইলেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজা কৌশিক।