14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

Healing the Nation & Safeguarding Cyberspace শীর্ষক অনুষ্ঠান রাজধানীতে অনুষ্ঠিত

সুমন দত্ত
August 24, 2025 1:38 pm
Link Copied!

‎রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রবিবার অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Healing the Nation & Safeguarding Cyberspace”। আয়োজনে ছিল NIRAPAD Alliance, সহযোগিতায় Sohojatri ও প্রতিরোধ।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজকরা অতিথি, শিক্ষক, স্বেচ্ছাসেবী, গণমাধ্যম প্রতিনিধি এবং তরুণ-তরুণীদের আন্তরিক স্বাগত জানান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

‎বিশেষ দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়া শারমিন সোনেয়া মুরশিদ, উপদেষ্টা—নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা—শিক্ষা এবং ফারিদা আখতার, উপদেষ্টা—মৎস্য ও প্রাণিসম্পদ। অতিথিদের উপস্থিতিতে আয়োজক ও অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা ও গর্ব প্রকাশ করেন।

‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাহমিদুর রহমান, পরিচালক এফবিসিসিআই; এমদাদুল বারি, চেয়ারম্যান বিটিআরসি ও ডিএমপির জয়েন্ট কমিশনার হারুনুর রশীদ।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিরাপদ অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর ফাতিন সাদাব লিয়ান। অনুষ্ঠানটি হোস্ট করেন নিরাপদ অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর শাহ ওয়ালিউল্লাহ বায়জিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইশতিয়াক জামান, সিইও ওফ ইনোভেট। অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি নিয়ে বক্তব্য রাখেন মাশরাফ চৌধুরী আইমান, সিটিও অফ ইনোভেট।

‎ভাষার মর্যাদার প্রতীক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে এই আয়োজনকে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত বলে অভিহিত করেন বক্তারা। তারা বলেন, মানসিক সুস্থতা, অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব—এই তিনটি বিষয় এখন সময়ের দাবি। ডিজিটাল যুগে তরুণ প্রজন্মকে নিরাপদ ও সচেতন রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

‎প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন সোনিয়া মুরশিদ বলেন, ছোট বাচ্চাদের এই প্রতিরোধ আন্দোলন বড়দের থেকেও অনেক বেশি গুরুত্ব বহন করে। আমি ২০০ গ্রামে যেয়ে শিশুদের নিয়ে কাজ করেছি। তরুণ ও শিশুরা প্রত্যেকে স্বেচ্ছাসেবী হিসেবে অনেক সুন্দর কাজ করে থাকে। প্রতিরোধ নিয়ে আজ যে কাজ হচ্ছে তা ২৪ এর জুলাই আন্দোলনেরই কাজ। এদের কে সহযোগিতা করতে হবে। এটাকে ২৪ এর সহায়তা মনে করতে হবে। নির্যাতন মুক্ত নারী সমাজ গঠন করতে। তোমাদের এই প্রচেষ্টা সফল হোক এই কামনা করি।

‎বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আকতার বলেন, আমাকে বেলি ফুলের তোরা দিয়ে স্বাগতম ও অভিনন্দন জানানো হয়েছে। এতে আমি খুশি হয়েছি। তিনি সাইবার বুলিং নিয়ে কথা বলেন। সাইবার বুলিং এর শিকার যারা হোন তাদের নিয়ে আমাদের কাজ করতে হবে। সাইবার বুলিং এ প্রতিরোধ করতে করণীয় কি তা আমাদের সবাইকে জানাতে হবে। তিনি ২৪ আগস্ট দিনাজপুরের ইয়াসমিন হত্যার কথা তুলে ধরেন। আজকের দিনে নারীদের ধর্ষণ করা হচ্ছে না শুধু , শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। আছিয়া , মুনতাহা তার উদাহরণ। সমাজ থেকে এসব দূর করতে হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। তিনি প্রাণীদের অধিকারের কথাও বলেন। মাছের পরিবেশ নষ্ট করা হচ্ছে, তেমনি গরু ছাগল হাস মুরগিকেও অতি লাভের আশায় তাদের অধিকার খর্ব করা হচ্ছে। মানুষের পাশাপাশি মাছ ও প্রাণী অধিকারের কথা সবার বলতে হবে।

‎শিক্ষা উপদেষ্টা রফিকুল আবরার অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নের জন্য ভেন্যু ভিজিট করেন। উপদেষ্টা শারমীন মোরশেদ বলেন, “এই যুদ্ধ শুধু আমাদের বড়দের নয়, এই যুদ্ধ আমাদের সকলের; এই যুদ্ধ তোমাদের।” উপদেষ্টা ফারিদা সবার সামনে উপদেষ্টা শারমীন মোরশেদকে নিরাপদ অ্যালায়েন্সের চেয়ারম্যান হবার জন্য সুপারিশ করেন এবং শারমীন মোরশেদ এতে সম্মতি জানান। আশা করা যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় নিরাপদ অ্যালায়েন্স কাউন্সেলিং ইউনিট ও সাইবার ইউনিট সাফল্যমন্ডিত পথে ধাবিত হবে। এছাড়াও অনুষ্ঠানে প্যানেল ডিসকাশনে অংশগ্ৰহণ করেন ব্রাক ইউনিভার্সিটির লেকচারার শাহনেওয়াজ জয়, বিশিষ্ট সাইকোলজিস্ট মুরাদ আনসারী। তারা দেশের মানসিক স্বাস্থ্যের সিস্টেম ও সাইবার সিকিউরিটির গুরুত্ব নিয়ে কথা বলেন।

‎অনুষ্ঠানে নিরাপদ অ্যালায়েন্সের দুটি ইউনিট, সাইবার ইউনিট ও কাউন্সেলিং ইউনিট অনুমোদিত হয় এবং অফিসিয়ালি যাত্রা শুরু করে।

‎আয়োজকরা অংশগ্রহণকারীদের প্রতি কয়েকটি নির্দেশনা প্রদান করেন, যেমন—মোবাইল ফোন সাইলেন্ট রাখা, অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে চলা, ফ্ল্যাশ ছাড়া ছবি তোলা এবং প্রশ্ন থাকলে নোট করে রাখা। অনুষ্ঠানে থাকবে গল্প, তথ্য, পরিসংখ্যান ও সমাধান—যা সহজ ভাষায় উপস্থাপন করা হবে যাতে সবার কাছে বোধগম্য হয়। পাশাপাশি অন্যান্য পার্টনার ও বন্ধু সংস্থার অবদানকেও বিশেষভাবে উল্লেখ করা হয়, যাদের যৌথ প্রচেষ্টায় এই আয়োজন সম্ভব হয়েছে।

‎অনুষ্ঠানের পরিবেশ ছিল প্রাণবন্ত, যেখানে তরুণ-তরুণীরা কেবল সাইবার নিরাপত্তা নয়, বরং সুস্থ মানসিক বিকাশ নিয়েও আলোচনা করবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন নতুন প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে।

http://www.anandalokfoundation.com/