এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। ঘাম ঝরানো ফসল কাটা ও মাড়াইয়ে এখন ব্যস্ত কৃষক ও শ্রমিকরা।
তবে ন্যায্যমূল্য নিয়ে শঙ্কার কথা জানান তারা। চাষিরা বলেন, উৎপাদন খরচ, শ্রমিক খরচ বেড়েছে। প্রতি বিঘায় খরচ হয় ১৪-১৫ হাজার টাকা। এতে ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছি। কারণ ব্যবসায়ীরা দাম পেলেও লাভ হয় না কৃষকের।
কৃষক ঘাম ঝরিয়ে ফসল ফলালেও ব্যবসায়ীদের ঘরে লাভের ভাগ বেশি যায় অভিযোগ করে চাষিরা আরও জানান, কৃষক যে ধান হাজার টাকা মন বিক্রি করে, সেটিই ব্যবসায়ীরা কিনে নিয়ে বিক্রি করে ১৩০০-১৪০০ টাকায়।
এদিকে, বৈরী আবহাওয়ায় বিপর্যয় ঠেকাতে ধান ৮০ ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কালাম বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যাতে ফসল নষ্ট না হয়, সে জন্য ধান ৮০ শতাংশ পেকে এলেই কেটে ফেলার জন্য কৃষকদের বলা হচ্ছে।
ধান কাটা ও মাড়াইয়ের জন্য এ বছর নওগাঁয় ৯০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কাজ করবে বলেও জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। যেখান থেকে ১২ লাখ মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।