14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব অর্থনীতি এখন এক অস্বস্তিকর সমীকরণে আটকে

Desk
April 16, 2025 10:30 am
Link Copied!

বিশ্ব অর্থনীতি এখন এক অস্বস্তিকর সমীকরণে আটকে আছে। মূল্যস্ফীতির চাপ, ভূরাজনৈতিক উত্তেজনা, ডলার নির্ভরতা থেকে মুখ ফিরিয়ে নেয়া, ট্রাম্পের শুল্ক আরোপ-সব মিলিয়ে বাজারজুড়ে অনিশ্চয়তা। এই পটভূমিতে স্বর্ণ আবারও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন-এই উথালপাথালে স্বর্ণে বিনিয়োগ কতটা নিরাপদ?

প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয়, অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে।
তাই প্রাচীনকাল থেকেই অন্যান্য ধাতুর চেয়ে স্বর্ণের দাম কয়েকগুণ বেশি। সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মানুষ তার নিজ প্রয়োজনে নানা ধাতু আবিষ্কার করেছে। স্বর্ণ সেসব আবিষ্কারের একটি। স্বর্ণতো নিজের দাম নিজে ঠিক করেনি। এগুলো তখনই মূল্যবান হয়ে উঠেছে যখন সমাজ একে মূল্যবান বা গুরুত্বপূর্ণ মনে করেছে। অর্থাৎ চূড়ান্ত বিচারে স্বর্ণ বা অন্য কোনো জিনিসের মূল্য মূলত সামাজিকভাবে সৃষ্ট।

স্বর্ণ দামি বা মূল্যবান; কারণ আমরা সমাজগতভাবে মনে করি, এর মূল্য অতীতে যেমন ছিল, আগামীতেও থাকবে। আর এই প্রয়োজনীয়তা মাথায় রেখে মানুষ স্বর্ণ রিজার্ভ করতে থাকে। যার প্রভাবও পড়ে স্বর্ণের বাজারে।

ব্যক্তিগত এবং রাষ্ট্রীয়- দুই পর্যায়েই স্বর্ণ জমিয়ে রাখার প্রবণতা দেখা যায়। কারণ এটি এমন এক বিনিয়োগ যাতে বড় ধরনের লোকসানের আশঙ্কা থাকে না। অর্থনীতির দুর্দিনে মানুষ স্বর্ণ কেনার দিকে ঝুঁকে পড়ে। অর্থের মূল্য ধরে রাখা যায় না, তবে স্বর্ণ কিনে রাখা লাভজনক কারণ এর মূল্য কমার চেয়ে বাড়ার প্রবণতাই বেশি।

গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম লাগাতার উত্থান-পতন চলেছে। সবশেষ তথ্যে দেখা যাচ্ছে, প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩,২৩০ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ দামের কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ-নীতি ঘিরে বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জেরেই বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন স্বর্ণের দিকে।

রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি, বিশেষ করে চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি-আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বেগ বাড়িয়েছে। এর ফলে শেয়ারবাজার থেকে পুঁজি সরে যাচ্ছে স্বর্ণ ও অন্যান্য কমোডিটিতে।

অর্থনীতিবিদ ও মার্কেট বিশ্লেষক ক্লাইড রাসেল বলছেন, ‘ট্রাম্পের নীতিগত অনিশ্চয়তা যেমন বাজারে ধাক্কা দিয়েছে, ঠিক তেমনি স্বর্ণ তার ঐতিহ্যিক নিরাপদ আশ্রয় হিসেবে কার্যকর হয়েছে।’

উইজডমট্রির পণ্য কৌশলবিদ নীতেশ শাহ বলেন, ’ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে বিপর্যস্ত বিশ্বে স্বর্ণ স্পষ্টতই বিনিয়োগকারীদের পছন্দের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখা হচ্ছে। মার্কিন ডলারের দাম কমেছে এবং মার্কিন ট্রেজারিগুলো ব্যাপকভাবে বিক্রি হচ্ছে, কারণ নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কমে গেছে।‘

ট্রাডু ডট কমের সিনিয়র বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ‘স্বর্ণ তার নিরাপদ আশ্রয়স্থলের আকর্ষণ ফিরে পেয়েছে এবং দাম নতুন করে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’

আর ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম। এখন এটি প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলার ছাড়ানোর অপেক্ষায়।’

বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে স্বর্ণ একটি ‘সেফ হ্যাভেন’ বা নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করছে।

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস সম্প্রতি পূর্বাভাস দিয়েছে, এভাবে চলতে থাকলে চলতি বছরের শেষ দিকে স্বর্ণের দাম ৩,৭০০ ডলার পর্যন্ত উঠতে পারে। একইসঙ্গে এই প্রতিষ্ঠান বলেছে, স্বর্ণ এখন শুধু নিরাপদ নয়, বরং লাভজনক বিনিয়োগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

http://www.anandalokfoundation.com/