আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সরকার কর্তৃক বরিশাল কাশিপুর ইউনিয়ন পরিষদের অসহায়-দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চাল আত্মসাতের জন্য গভীর ষড়যন্ত্রের বিষয়টি জনসম্মুখে প্রকাশ পাওয়ায় সকল চালের কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ওই ইউনিয়নের ১৪শ’ ৩০টি কার্ড বাজেয়াপ্ত করে জানিয়েছেন, পরবর্তীতে নতুন করে কার্ড বরাদ্দ দেওয়া হবে। রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সচিব মো. আব্দুল করিম।
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক সিকদার বলেন, সরকার কর্তৃক কাশিপুর ইউনিয়ন পরিষদের অসহায় গরীবদের জন্য ১৪ মেট্রিক টন ভিজিএফ’র চাল বরাদ্দ আসে। ১৪শ’ ৩০টি কার্ডের মাধ্যমে চালগুলো দুঃস্থদের মাঝে বিতরণ করার কথা রয়েছে। সে অনুযায়ী ইউপি সচিব মো. আব্দুল করিম ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নামোল্লেখ করে একটি রেজুলেশনও তৈরি করেন। রেজুলেশনের ১৪ নম্বর সিরিয়ালে ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আলী আহম্মেদ মিয়া ও ১৫ নম্বরে সদস্য সচিব হুমায়ুন কবির ওয়াসিমের নাম ও স্বাক্ষর রয়েছে। রেজুলেশনে ওই দুই বিএনপি নেতার নাম ও স্বাক্ষর নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আব্দুল হক সিকদার আরও বলেন, বিএনপির ওই দুই নেতার স্বাক্ষরিত রেজুলেশনের এক নম্বরে গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লার নামে চারশ’ কার্ড বরাদ্দ রাখা হয়। কিন্তু ওই আওয়ামী লীগ নেতার নামের সামনে স্বাক্ষর করেছেন রাজন নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। একইভাবে নাম থাকলেও স্বাক্ষর নেই ইউপি সদস্য মো. সুমন মীর, রাসেল মল্লিক, আতিকুর রহমানসহ কয়েকজনের। যাদের স্বাক্ষর রয়েছে তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।
কাশিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও কাশিপুর চৌমাথা বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক, সদস্য সচিব ও ইউপি সচিবের যোগসাজসে আত্মসাত করার জন্যই আত্মগোপনে থাকা চেয়ারম্যানের নামে চার মেট্রিক টনের চারশ’ ভিজিএফ এর কার্ড বরাদ্দ রাখা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই কার্ড উদ্ধারের জন্য ইউপি সচিবকে চাঁপ প্রয়োগ করায় বিএনপির ওই দুই নেতা এর তীব্র প্রতিবাদ করেন। একপর্যায়ে কৌশলে ইউপি সচিব ওই চারশ’ কার্ড বিতরণের জন্য আমার নাম লিখে স্বাক্ষর নেয়।
তিনি আরও বলেন, বিষয়টি জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছাত্র প্রতিনিধিদের অবহিত করা হয়। এনিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হলে বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার কাশিপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ’র বরাদ্দকৃত সকল চালের কার্ড বাজেয়াপ্ত করেছেন। চাল আত্মসাতের ষড়যন্ত্রে সফল হতে না পেরে ক্ষিপ্ত হয় ওই দুই বিএনপি নেতা। তারা উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের ম্যানেজ করে আমাকে (দেলোয়ার) সহ ইউনিয়ন বিএনপির আরও দুই নেতার দলীয় পদ স্থগিত করিয়েছেন।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন মুন্সী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন স্থানীয় নেতৃবৃন্দের সাথে আতাত করে চলেছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আহম্মেদ মিয়া ও সদস্য সচিব হুমায়ুন কবির ওয়াসিম। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই ওই দুই বিএনপি নেতা আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানের নামে ভিজিএফ’র কার্ড বরাদ্দ রেখেছিলেন। তিনি আরও বলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কারণে এখানে বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল হয়ে পরেছে। তারা একের পর বির্তকিত ও সংগঠন পরিপন্থি কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তাই তদন্ত সাপেক্ষে দলীয় পদ থেকে এই দুই নেতাকে দ্রæত অপসারণের দাবি করেছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
কাশিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আলী আহম্মেদ মিয়া বলেন, ভিজিএফ’র কার্ড বরাদ্দের বিষয় নিয়ে ইউপি সচিব আমাদের ডেকেছিলেন। আমরা দলমত নির্বিশেষে এলাকার দুঃস্থদের মাঝে কার্ড বিতরণের কথা বলেছি। পরে একপক্ষ এসে চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত চারশ’ কার্ড নিয়ে মনগড়া সমালোচনা শুরু করেন। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির ওয়াসিম বলেন, চেয়ারম্যানের নামে বরাদ্দ রাখা চারশ’ কার্ডের বিষয়ে আমাদের কিছুই জানা ছিলোনা। অহেতুক আমাদের ওপর মিথ্যে অভিযোগ আনা হয়েছে।
অপরদিকে ইউপি সচিব মো. আব্দুল করিম চাল আত্মসাতের জন্য ষড়যন্ত্র করার অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যানের নামের অনুকূলে আগে থেকেই রাজন নামের ওই ব্যক্তি সব সময় স্বাক্ষর দিয়ে অনুদানগুলো নিতো। সেই সুবাদে এবারও তিনি স্বাক্ষর করেছেন। পরে ইউএনও স্যারের নির্দেশে সব বাদ দিয়ে নতুন করে কার্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।