14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

ডেস্ক
March 14, 2025 7:54 pm
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় তারা এ ইফতার করেন।

এর আগে, আজ বিকেলে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ইফতার অনুষ্ঠানে যোগ দিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান।

তার আগে, আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজারে পৌঁছান।

সেখানে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে জাতিসংঘ মহাসচিবের। ইতোমধ্যে তিনি সেখানে রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটির সঙ্গে জীবনমান নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

http://www.anandalokfoundation.com/