বাংলাদেশের সাংবাদিকদের একটা মিনিমাম বেসিক থাকতে হবে। ‘জুলাই আন্দোলনে আমরা দেখেছি, এ সাংবাদিকদের মাথায় হেলমেট নেই। বুলেটপ্রুফ জ্যাকেট নেই, তার মাঝেই তারা হৃদয় দিয়ে কি দারুণ কাজ করেছে। মাল্টিমিডিয়া সাংবাদিকরা হচ্ছেন অকুতোভয় সাংবাদিক।’ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতা বাংলাদেশের ক্ষেত্রে একটা রক্তচোষার মতো হয়ে গেছে। আমি মনে করি সাংবাদিকদের ইউনিয়ন বা সংগঠনগুলো এখানে ফেল করছে। তাদের আওয়াজ তুলতে হবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিক ভালো বেতন পাক। এক্ষেত্রে মিনিমাম একটা ফ্লোর থাকতে হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সাংবাদিকতা বাংলাদেশের ক্ষেত্রে একটা রক্তচোষার মতো হয়ে গেছে। সাংবাদিকতাকে একজন পেশা হিসেবে নেন। অথচ আপনার এ পেশায় আসাটাকে ব্যবহার করেন মালিকরা। এটা বছরের পর বছর হচ্ছে। একজন সাংবাদিককে ৫ হাজার, ১০ হাজার টাকা বেতন দেন মালিকরা। কি ভয়াবহ অবস্থা। আমরা আপনাদের স্বীকৃতি দিচ্ছি অথচ কারো বেতন বাড়াচ্ছি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনাদের মুভমেন্ট করা উচিত। আমি মনে করি, সাংবাদিকদের ইউনিয়ন বা সংগঠনগুলো এখানে ফেল করছে। তাদের আওয়াজ তুলতে হবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিক ভালো বেতন পাক। এক্ষেত্রে মিনিমাম একটা ফ্লোর থাকতে হবে।
তিনি আরও বলেন, এটা ভয়াবহ আকার ধারণ করেছে। দুই/তিনজন আসছেন আমি এটার সম্পাদক। উনি দুই/তিন জন লোক রেখে দিয়েন তারা এক দুইটা রিপোর্ট ভালো করে। আর বাকিগুলো চুরি করে। তাদের কাজই হচ্ছে চুরি করা। এই সাংবাদিকতার প্রয়োজন নেই। যারা সারাদিন খেটে সাংবাদিকতা করে তাদের মূল্যায়ন করতে হবে। এজন্য তাদের একটা বেসিক বেতন ধরা উচিত। এই বিষয়ে আপনাদের আন্দোলন করা উচিত। এই জায়গায় আমি আপনাদের সাথে আছি।
প্রেস সচিব বলেন, আসলে এই খাত একটা রক্ত চোষা শিল্প হয়ে গেছে। এটা আমাদের দূর করতে হবে। আমরা এতো কিছু নিয়ে লেখি সমাজের বিবেক। অথচ আমরা বছরের পর বছর দশকের পর দশক ভালো বেতন পাচ্ছি না, নানা অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে সেটা নিয়ে আমরা আওয়াজও তুলতে পারি না। সেজন্য আমাদের দুঃখে মরে যাওয়া উচিত। এটা নিয়ে আপনারা আওয়াজ তোলেন। আমরা চাই আপনাদের মূল্যায়নটা হোক।
শফিকুল আলম বলেন, মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে কাজ সেটা সত্যি অভাবনীয়। গত জুলাই আন্দোলনে আমরা প্রথম তথ্য পেয়েছি যারা এই সিটিজেন জার্নালিজম করে তাদের কাছ থেকে। এদের অনেকেই মাল্টিমিডিয়ার রিপোর্টার। তাতের কাজের ব্যাপকতা অনেক। আপনারা দ্রুত মানুষের কাছে নিউজ পৌঁছে দিচ্ছেন।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদিক কাইয়ুম, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ইসরাফিল ফরাজী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রমুখ।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতিমো. মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জুবায়ের, দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিক, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ), প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, নারীবিষয়ক সম্পাদক ফৌজিয়া ফারিয়া, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরেফিন ইমন, সাহিত্য সম্পাদক আরমান মুজাহিদ, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাইমুন মুবিন পল্লব, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান তালহা, আপ্যায়ন সম্পাদক আব্দুল হামিদসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।