14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণ মামলার আসামি কবির গ্রেপ্তার

Link Copied!

চতুর্থ শ্রেনীতে পড়–য়া দশ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি কবির হাওলাদারকে (৪৫) গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি’র আভিযানিক দলের সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া থানার বড় মাছুয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক কবির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ধর্ষক কবির মঠবাড়িয়া থানার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত আজাহার হাওলাদারের ছেলে। মামলার বরাত দিয়ে র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রæয়ারি সকালে কবির হাওলাদার কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে তার বসত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর কবির বিষয়টি কাউকে জানালে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানোর পর নির্যাতিতা শিশুর বাবা বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্রে আরও জানা গেছে, বিষয়টি বরিশাল র‌্যাব-৮ এর নজরে আসার পর ধর্ষককে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি ধর্ষক কবির হাওলাদারের অবস্থান সনাক্ত করে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/