মাগুরা শিশু আছিয়া’সহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পঞ্চগড়ের বোদা উপজেলায় ধর্ষণ বিরোধী প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে ‘রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন’ এ স্লোগানকে সামনে রেখে বোদা উপজেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন, নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণের শিকার শিশু আছিয়ার, ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে ওমর ফারুক, নুরুজ্জামান কাজল, নাজমুস সাকিব, আরমান ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন যেখানে একটা বিচার কার্যকর করতে ১৮০ দিন সময় নেয়। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। আমরা ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ধর্ষকের মৃত্যুদন্ড বিচারের দাবি জানাই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মধ্যদিয়ে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।