যশোরের ঝিকরগাছা উপজেলার সকল নারীকে ফুলের ভালবাসা দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগান কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে শনিবার সকাল ১১টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় তিনি তার বক্তব্যে বলেন, নারী উন্নয়নে সরকার সর্বদা আপনাদের পাশে আছে। আমরা বা সকল নারীদের কে সকল বাঁধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং সকল কাজে জয়ী হতে হবে। তাহলে আমাদের সর্বদা বিজয় নিশ্চিত হবে।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আবদুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ার্দার, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুন সহ নারী উদ্দোক্তাবৃন্দ।