যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১.৮ গ্রাম ওজনের ২০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে জুম্মান আলী (৫২)।
বুধবার ( ৫ মার্চ) দুপুরে পুলিশ জানায় বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করে হেরোইনসহ একজনকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নং-০১, তারিখ-০৫/০৩/২০২৫ খ্রিঃ. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক) রুজু করা হয়েছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের করা হয়েছে।