14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে শ্মশানঘাট সংস্কারে বাঁধা, ইউএনওর কাছে অভিযোগ

Link Copied!

নবীগঞ্জ উপজেলার  করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশানঘাট সরকারী বরাদ্দে সংষ্কার কাজে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে ওই গ্রামের নৃপেন্দ্র কর বুধবার ১২ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পুরুষের আমল থেকে শত বছরেরও বেশি সময় ধরে কমলাপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের সবাই এই শ্মশানে তাদের মৃত স্বজনদের শেষ কৃত কর্মের সমাধি করে আসছেন। বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে গ্রামবাসী শ্মশানটি পুনরায় সংস্কারের প্রস্তুতি নিলে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে গ্রামবাসী ও ঠিকাদার সেখানে গেলে রুহেল মিয়া, সুজন মিয়া, খালিছ মিয়া, তারেক মিয়া, সহ আরো কয়েকজন শ্মশানঘাটে উপস্থিত হয়ে কাজে বাধা প্রদান করে। এসময় শশ্মশানঘাট দখল করারও হুমকি দেয় তারা।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শ্মশান নির্মাণের সরকারী বরাদ্দের কাজ দ্রুত শুরু করা যায় এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
http://www.anandalokfoundation.com/