13yercelebration
ঢাকা

আগৈলঝাড়ায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় দক্ষিনাঞ্চলের সবচেয়ে বড় বধ্যভুমি রাজিহার ইউনিয়নরে রাজিহার গ্রামের কেতনার বিলে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তাগন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, সকেন্দার আলী শাহ, গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলামসহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

http://www.anandalokfoundation.com/