13yercelebration
ঢাকা

গৌরনদীতে সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে

Link Copied!

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সদ্য ঘোষিত আহŸায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় একটি তেলের পাম্পে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বার্থী ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল হক শাহিন, শহিদুল হক (সাদী মিরা), কাইয়ুম খানসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১৫ বছরে বিএনপিসহ অঙ্গসংগঠনের যেসব নেতারা রাজপথে ছিলেন, আহয়ক কমিটিতে তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। এই কমিটিতে আওয়ামী লীগের দালালরাও রয়েছে বলে তারা উল্লেখ করেন। তাই বিক্ষোভকারীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে আরো বড় পরিসরে ত্যাগী ও সৎ নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি করে বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে ১১ ডিসেম্বর মোঃ মিজানুর রহমান মিন্টুকে আহŸায়ক এবং মোঃ চুন্নু সরদারকে সিনিয়র যুগ্ম আহŸায়ক ও ১৫ জনকে যুগ্ম আহŸায়ক করে বার্থী ইউনিয়ন বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট আহŸায়ক কমিটির অনুমোদন দেন গৌরনদী উপজেলা বিএনপির আহŸায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।

ঘোষিত কমিটির বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহŸায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জানান, আপাতত একটি আহŸায়ক কমিটি করা হয়েছে। হয়তো ত্যাগি কিছু নেতাকর্মী বাদ পরতেও পারে। পরবর্তীতে যখন পূর্নাঙ্গ কমিটি করা হবে তখন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

http://www.anandalokfoundation.com/