মধুখালী প্রতিনিধিঃ এলাকার চলমান পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য গত ২৫-০৬-২০১৬ইং তারিখ রোজ শনিবার বেলা ১২টায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে ১০নং আড়পাড়া ইউনিয়নের মাধ্যেমে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু) সভাপতিত্বে এক আইন-শৃংখলা মিটিং এর আয়োজন করা হয়।
উক্ত সভায় বক্তব্য দেন মধুখালী থানার তদন্ত কর্মকর্তা গোলাম নবী, এস.আই মোঃ মামুন বিশ্বাস, এ.এস.আই রিয়াজ, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ঠ ব্যবসায়ী এবং সমাজ সেবক বীর মুাক্ত যোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, বিশিষ্ঠ সামাজ সেবক ও জন দরদি মোঃ আজিজার রহমান, ছাত্র লীগের সভাপতি মোঃ আবিদ হোসেন মোল্যা সহ-প্রমুখ। এছাড়া উক্ত আইন শৃংখলা মিটিংএ উপস্তিত ছিলেন মেম্বর মোঃ আবুল কালাম আজাদ, মোঃ লিটন হোসেন,মোঃ মাজেদ শিকদার কাজী সেলিম, কাজী মিরাজ।
ছাত্র লীগের কাজী নাসির যুবলীগের মোঃ তৌহিদ সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ সব শেষে আইন শৃংখলা মিটিংএ সিদ্ধান্ত গৃহীত হয় তিন ওয়ার্ড মিলে একটি রাতের পাহাড়া দেওয়ার কমিটি গঠন করতে হবে এবং পাট কাটার আগ পর্যন্ত পাহাড়া বলবৎ থাকবে যাতে মানুষ ঈদে বিভিন্ন স্থান থেকে সুষ্ঠ ভাবে বাড়িতে ফিরতে পারে। যাতে গ্রামে চুরি ডাকাতি, ছিনতাই, মাদকের ব্যবসা তাস জুয়া খেলা না হয় এগুলো প্রতিহত করতে হবে। সর্বপরি ইউনিয়নকে একটি সন্ত্রাস মুক্ত ও মাদক মুক্ত এবং সকল অপকর্মের অবমুক্ত করার জন্য ইউনিয়ন বাসীর নিকট আড়পাড়া ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ ও ইউনিয়নের জন গণ।