মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের খাসেরহাট শেখ লুৎফর রহমান সেতুর নিচে গতকাল সোমবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি ড্রেজার মেশিন ও দুইজন শ্রমিককে আটক করে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। অভিজানে কালে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, বাঁশগাড়ী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের খাসেরহাট শেখ লুৎফর রহমান সেতুর নিচে গতকাল সোমবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি ড্রেজার মেশিন ও দুইজন শ্রমিককে আটক করে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। অভিজানে কালে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।