সিলেট মহানগরীতে যেন ফুটপাতে, রাস্তায় ব্যবসা করতে না পারে সেজন্য তাদের পুনর্বাসন করতে অস্থায়ী মার্কেট উদ্বোধন করা হয়। এরপর থেকে নগরীর রাস্তায় ফুটপাথে কোন হকার বসার সুযোগ পায়নি। যেই বসার চেষ্টা করেছিলো তার বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছিলো এসএমপি পুলিশ ও সিসিক কর্তৃপক্ষ। তবে গত সোমবারের (০৫ আগস্ট) পরে আরও ফুটপাথ ও রাস্তা হকারদের দখলে চলে গেছে।
নগরীর বন্দরবাজার ও আশপাশের সবগুলো এলাকাতেই পণ্য নিয়ে বসেছেন হকাররা। এতে এসব এলাকার ফুটপাত ও রাস্তায় আবারও সৃষ্টি হয়েছে যানজট। শুরু হয়েছে জনভোগান্তি। এদিকে বর্তমান মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীও রয়েছেন আত্নগোপনে, এ অবস্থায় অভিভাবকহীন হয়ে পড়েছে নগরী।
জানা যায়, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ২০২০ সালের শেষের দিকে নগর ভবনের পেছনের লালদিঘিরপাড় মাঠে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। তবে তার সময় সেখানে হকার পুনর্বাসনের উদ্যোগ সফল হয়নি। পরবর্তী বর্তমান মেয়র মো. আনোয়ারুজ্জামানের হাত ধরে চলতি বছরের ১০ মার্চ সিটি কর্পোরেশনের পেছনে লালদীঘির পাড়ের মাঠে অস্থায়ী মার্কেটে পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। সেসময়ের পর থেকে অস্থায়ীভাবে রাস্তায় বা ফুটপাতে কেউ ব্যবসা করতে পারেনি। তবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে মেয়র আনোরুজ্জামানও রয়েছেন আত্মগোপনে, ছিল না পুলিশের কার্যক্রম এতে করে ফের তারা রাস্তা দখল করে ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, নগর ভবনের সামনে থেকে সিলেটের প্রধান ডাকঘর পর্যন্ত প্রায় শতাধিক হকর তাদের পণ্য নিয়ে বসেছেন। ক্রেতারা সেখান থেকে পণ্য ক্রয় করছেন। ফলে রাস্তায় অর্ধেক এখন তাদের দখলে বাকি অর্ধেক দিয়ে চলছে বিভিন্ন যানবাহন। একই অবস্থা জিন্দাবাজার, তালতলা, চৌহাট্টা আম্বরখানাসহ বেশ কিছু এলাকার প্রধান সড়ক দখল করে হকাররা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে বাড়ছে যানজট, ফুটপাথ দখল করার কারণে হাঁটা চলায়ও ভোগান্তি তৈরি হচ্ছে। এদিকে লালদিঘিরপাড় অস্থায়ী মার্কেটে গিয়ে দেখা যায় কয়েকজন ব্যবসায়ী থাকলেও বেশিরভাগ ব্যবসায়ী সেখান থেকে আগের মতো রাস্তায় ও ফুটপাতে চলে গেছেন।
লালদিঘিরপাড় অস্থায়ী মার্কেটের ব্যবসায়ী সুফিয়ান আহমেদ বলেন, কয়েকদিন আগেও এখানে অনেক হকার ছিলেন। কিন্তু অনেকজন আবারও ফুটপাতে ব্যবসা করতে চলে গিয়েছেন এজন্য এখানের বেশিরভাগ জায়গা এখন খালি পড়ে রয়েছে।
বন্দরবাজার এলাকায় রাস্তায় বসে ব্যবসা করছে ছগির নামে এক ব্যক্তি। তিনি বলেন, সোমবারের পর থেকে হকাররা রাস্তায় বসতে শুরু করেছেন বাকিদের বসা দেখে আমিও বসেছি। কর্তৃপক্ষ যখন আবারও অভিযানে আসবে তখন চলে যাব। যেখানে পুনর্বাসন করা হয়েছেন সেখানে ক্রেতারা যান না বলেও অভিযোগ করেন তিনি।
পথচারী আব্দুর রউফ বলেন, হকারদের জন্য ফুটপাত দিয়ে হাঁটা যায় না। তাদের নির্দিষ্ট জায়গা দিলেও সুযোগ বুঝে তারা আবার ফুটপাতে চলে এসেছে। প্রশাসনের আবারও জোরালো পদক্ষেপ নিতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয় ও শাবিপ্রবির সমন্বয়ক ফয়সল হোসেন বলেন, কেউ যদি জনভোগান্তি তৈরি করার চেষ্টা করে তাহলে আমরা প্রতিরোধ করবো। বিষয়টি নিয়ে আমরা সমন্বয়করা আলোচনা করবো। তাদের যেহেতু পুনর্বাসন করা হয়েছে সেহেতু তাদের সেখানেই থাকতে হবে। তারা নতুন করে যেন আবারও রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করতে না পারে সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই কাজ করবে তাদের অবশ্যই আমরা বুঝাব, তাদের সচেতন করব। কোনোভাবেই যেন তারা মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেটা আমরা করব।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরেও এসেছে। তাদের জন্য জনভোগান্তি বেড়ে যাচ্ছে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে নিয়ে আমরা অভিযানে যাবো।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, পুলিশের কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। তাই অভিযান পরিচালনা করাও সম্ভব হচ্ছেনা। নগরের সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে তাদের সচেতন করতে হবে। আমরা কয়েকদিন পরেই অভিযান শুরু করবে।