13yercelebration
ঢাকা

আগৈলঝাড়ায় নারী কর্মীকে উত্যক্তর অভিযোগে উচ্চ পর্যায়ের তিন সদস্যর তদন্ত কমমিটি গঠন

Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় কৃষি অফিসের এক নারী কর্মীকে উত্ত্যক্তর অভিযোগে মন্ত্রনালয়ে অভিযোগের প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তিন সদস্যর তদন্ত কমমিটি গঠন।
আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী তথা হিসাব রক্ষক দুই সন্তানের জননী ওই ষ্ঠাফ কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবরে সম্প্রতি দায়ের করা অভিযোগে জানান- এক বছর আগে তার স্বামী মারা যাবার পর একই অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল খারাপ উদ্যেশ্য নিয়ে তার রুমে যেতেন এবং তাকে বিরক্ত করেন। তার অফিসে অফিসের কোন ষ্ঠাফ দেখলে তাদের সাথেও অশ্লীল আচরন করেন এবং খারাপ ভাষায় কথা বলে প্রাণ নাশের হুমকি দেয়ারও অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে বরিশাল উপ-পরিচালকের কার্যালয় থেকে বরিশাল জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম বেগমকে আহŸায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন অতিরিক্ত উপ-পরিচালক মো. রেজাউল হাসান এবং উজিরপুর উপজেলা কৃষি অফিসার কপিল বিশ^াস।

তদন্ত কমিটির কর্মকর্তাগন সরেজমিনে তদন্তে আসলে আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পর্যায় থেকে একাধিক নারী কর্মীসহ ১৩জন ষ্ঠাফ তদন্ত কমিটির কাছে মন্ত্রনালয়ে দায়ের করা হয়রানীর শিকার নারী ষ্ঠাফের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রণোদিত জানিয়ে একই কাগজে স্বাক্ষর করে তারা লিখিত বর্ণনা প্রদান করেন। তাদের ওই লিখিত বর্ণনায় উল্টো অভিযোগকারী উচ্চমান সহকারী তথা হিসাব রক্ষক নারী ষ্ঠাফের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের সাথে অহরহ দুর্ব্যবহার, অসৌজন্য মুলক আচরণ তথা হুমকি ধামকিরও অভিযোগ করেন তারা। ওই নারী কর্মীর আচরণে অফিস ষ্ঠাফরা সবাই অতিস্ট জানিয়ে তার এহেন আচরণের বিরুদ্ধে পূর্বের এবং বর্তমান কৃষি কর্মকর্তাদের কাছে মৌখিক অভিযোগ করার পরেও তার আচার-আচরণে কোন পরিবর্তণ হয়নি। ওই নারী কর্মীর হীন আচরণে কৃষি সম্প্রসারণ বিভাগের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও দাবি করেন তারা।

তথ্যানুসন্ধানে জানা গেছে, সংবাদ কর্মী পরিচয় প্রদানকারী ব্যক্তি বিশেষের প্ররোচনায় ওই নারী কর্মী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাকে হেনস্থা করতেই এমন অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ করার পরে দীর্ঘদিন অভিযোগের কাগজটিও ওই ব্যক্তির জিম্মায়ই রক্ষিত ছিল। এদিকে মন্ত্রনালয়ে অভিযোগ দায়েরকারী ওই নারী কর্মী তার অফিসের এক ষ্ঠাফের মাধ্যমে সুভাষ চন্দ্র মন্ডলের কাছে থেকে এক লাখ টাকা এনে দেয়ার দাবি করেন। দাবিকৃত টাকা পেলে তিনি সুভাষ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করবেন বলেও নিশ্চিত করেন। নাম না প্রকাশের শর্তে ওই ষ্ঠাফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অভিযোগের ব্যাপারে সুভাষ চন্দ্র মন্ডল তার বিরুদ্ধে আনীত অভিযোগ সর্ম্পর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কৃষি অফিসার ওই (স্যার) নারী কর্মীকে তাকে কেন অফিসের ফাইলভাল করতে বলেন তা নিয়ে নারী ষ্ঠাফের গাত্রদাহ হয়েছে, এছাড়া আর কিছুই নয়।

উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায় জানান, তার যোগদানের ১১ মাসের মধ্যে অফিসের কোন ষ্ঠাফকেই তার খারাপ মনে হয়নি। তারপরেও এমন কোন অভিযোগ থাকলে ওই নারী ষ্ঠাফ তাকে জানাতে পারতেন। তিনি যখন মন্ত্রনালয়ে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে কদন্ত কমিটি তদন্ত করেছেন। তারা রিপোর্ট মন্ত্রনালয়ে পাঠিয়ে দিবেন। তাদের মতমতের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রনালয়ে অভিযোগকারী উচ্চমান সহকারী তথা হিসাব রক্ষক নারী কর্মী এই প্রতিনিধিকে জানান যে, তদন্ত কমিটি তদন্ত করেছেন। তবে কৃষি অফিসারের মধ্যস্ততায় ভুল বোঝাবুঝির বিষয়টি তারা নিজেরা মিমাংসা হয়ে গেছেন। এখন আর কোন ঝামেলা নেই।

http://www.anandalokfoundation.com/