বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী মন্ডলের আকস্মিক মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক-কর্মচারীদের আয়োজনে শনিবার দুপুরে স্কুল ম্যানেজিংক কমিটি সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর জলিল।
বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, সিনিয়ার শিক্ষক আবু হানিফ, শামীম হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সভার শুরুতে প্রয়াত প্রধান শিক্ষক অঞ্জনা রানী মন্ডলের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।