ফরিদপুর জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।
বুধবার ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল তার স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সালথা উপজেলার কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।
নবকাম পল্লী ডিগ্রী কলেজ অধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ উপজেলা পর্যায়ে মূল্যায়নে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় জেলা প্রশাসক, এডিসি (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য মূল্যায়ন কমিটির সম্মানিত বিচারক মন্ডলীদের নবকাম পল্লী কলেজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কলেজটির শিক্ষার পরিবেশ উন্নয়নের ধারায় সকলের সম্পৃক্ততা কামনা করছি।
কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান, জমিদাতা, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দসহ, স্থানীয় সকল শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, সহকর্মীবৃন্দসহ সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করছি।