ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী রিপোটার্স ইউনিটি এর সাংগঠনিক সম্পাদক, দ্যা নিউজ প্রতিনিধি সহিদুল ইসলাম এর স্ত্রী মাহ্ফুজা বেগম এর বড় বোন সেলিনা বেগম (৬৩) মারা যান (ইন্নালিল্লাহে… রাজিউন)।
আজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় শনিবার (২৫ নভেম্বর) মাগুরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান সেলিনা বেগম ।
তিনি (সেলিনা বেগম) দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার বাড়ি মাগুরা জেলার দোসতিনা গ্রামে তার স্বামীর বাড়ী। তার বাপের বাড়ী একই জেলার শ্রীপুর উপজেলার বারই পাড়া গ্রামে। তার পিতার নাম গোলাম কিবরিয়া। তিনি তার পিতার সবার বড় মেয়ে। ৯ ভাই- বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি মৃত্যু কালীন সময়ে স্বামী সহ ৩ মেয়ে ৩ছেলে, বেটার বউ নাতী-নাতনী এবং অনেক গুন-গ্রাহী আত্মীয় স্বজন রেখে যান।
শনিবার জোহর নামাজ বাদ জানাযা নামাজ শেষে তার লাশ দোসতিনা গোরস্থানে দাফন করা হয়েছে। তার আত্মার শান্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থী।