14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক

বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল 

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের  কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা

যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্যের কোটামুক্ত প্রবেশাধিকার দাবি

প্রধান নির্বাচন কমিশনার-সহ অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগে থাকবে বাছাই কমিটি -অধ্যাপক আলী রীয়াজ

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি চকলেট ঔষুধ এবং কসমেটিক্স সামগ্রী আটক 

বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালকের বৈঠক

আজকের সর্বশেষ সবখবর

সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক মুক্তা শরণখোলা আ‍‍`লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

Biswajit Shil
November 25, 2019 8:24 pm
Link Copied!

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: দীর্ঘ ৭ বছর পর উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের শরণখোলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় কামাল উদ্দিন আকনকে সভাপতি ও আজমল হোসেন মুক্তাকে সাধারণ সম্পাদক করা হয়।

আজ সোমবার সকালে উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জমান টুকু।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মো. আলী আকব্বর ও ডা. আব্দুল মতিন আকন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, সাব্বির আহম্মেদ মুক্তা, রায়েন্দা ইউপি সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমি প্রমুখ।সর্বশেষ শরণখোলা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১২ সালের ৪ঠা এপ্রিল। যে কারণে দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় ঝিমিয়ে পড়া দলীয় নেতা-কর্মীরা সরব হয়ে উঠেছে। সম্মেলন মঞ্চ থেকে শুরু করে উপজেলা সদরে সবখানে চলছে একটা সাজ সাজ অবস্থা।

http://www.anandalokfoundation.com/