14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের তৎপরতায় প্রকৃতির নিরাপদ আশ্রয়ে উদ্ধারকৃত অজগর

Link Copied!

জেলা পুলিশের তৎপরতায় প্রকৃতির নিরাপদ আশ্রয়ে ফিরে গেছে সিলেটের গোয়াইনঘাটে উদ্ধারকৃত ৭ ফুট লম্বা একটি অজগর সাপ।

১০ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙল হাওর মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর পুকুর পাড়ে থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, পুকুর পাড় থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের পক্ষে মো. আব্দুল মালেক অজগর সাপটি গ্রহণ করেন।

http://www.anandalokfoundation.com/