১৭২ বছর আবার এরকম সূর্যগ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর। এটা কোন সাধারণ সূর্যগ্রহণ নয়। এই গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলছেন, “Ring of Fire”. যা পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে। তবে চোখ দিয়ে সরাসরি এই দৃশ্য দেখা ঠিক হবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
১৮৪৭ সালে সেই ঘটনার সাক্ষী ছিল বিশ্ব। এবার প্রায় দুই শতক বাদে সেই মহাজাগতিক ঘটনা চাক্ষুষ করবে পৃথিবী। এরপর আবার কবে এরকম অভিজ্ঞতা হবে, তা জানা যায়নি।
মূলত আরব আমিরশাহী থেকে দেখা যাবে সেই দৃশ্য। আবু ধাবির এক বিশেষ অঞ্চল থেকে সহজেই চোখে পড়বে সেই দৃশ্য। এছাড়াও দেশের অন্যান্য জায়গাতেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে, সেটা হবে নিছকই সাধারণ সূর্যগ্রহণ।
অন্তত আড়াই ঘণ্টা ধরে চলবে গ্রহণ। চাঁদ এদিন প্রায় গোটা সূর্যটাকেই ঢেকে ফেলবে। অন্তত ৯১.৯৩ শতাংশ ঢেকে ফেলবে বলে জানা গিয়েছে। সেই অবস্থা স্থায়ী হবে ২ মিনিট ৪৭ সেকেন্ড। স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ৭টা ৩৮ মিনিট পর্যন্ত সেই দৃশ্য দেখা যাবে।