14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফোন চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যা

admin
September 14, 2015 1:17 am
Link Copied!

যশোর প্রতনিধিি : যশোর জেলার শার্শা উপজেলার পল্লীতে মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোর রাতে উপজেলার হাড়িখালি যদুনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২০)। তিনি ওই গ্রামের কওছার আলি সরদারের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ওই গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগমের মোবাইল ফোন চুরি করেছে- এই সন্দেহে ভোর রাতে ১০/১২ জন যুবক সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর তাকে বেদম মারপিট করা হয়। প্লাস দিয়ে তার হাতের নখ তুলে ফেলার চেষ্টা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানান তিনি। নিহতের বোন মঞ্জিলা বেগম জানান, ভোর রাতে তার ভাই সাইফুল ইসলামকে ডেকে নিয়ে মারধর করা হয়। সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ৮দিকে তার ভাই মারা যান। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/