14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

ডেস্ক
November 26, 2022 7:47 am
Link Copied!

আজ শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন। সুনীতিকুমার পশ্চিমবঙ্গের হাওড়ায় ১৮৯০ সালের ২৬ নভেম্বর জন্মগ্রহণ করেন । ১৯০৭ সালে তিনি মতিলাল শীল ফ্রি স্কুল থেকে এন্ট্রান্স, ১৯০৯ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে এফএ, ১৯১১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্সসহ বিএ এবং ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন।

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। বিদ্যাসাগর কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯১৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার অধ্যাপক পদে নিযুক্ত হন। ১৯১৯ সালে তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে লন্ডন যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯২১ সালে ফোনেটিকসে ডিপ্লোমা ও ডি.লিট ডিগ্রি লাভ করেন।

লন্ডনে তিনি ধ্বনিতত্ত্ব, ফারসি, প্রাচীন আইরিশ ভাষা শেখেন। এখান থেকে তিনি প্যারিস যান এবং সরবোন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আর্যভাষাতত্ত্ব, স্নাভ ও ইন্দো-ইউরোপীয় ভাষাতত্ত্ব, গ্রিক ও ল্যাটিন ভাষা ইত্যাদি বিষয়ে গবেষণা করেন। ১৯২২ সালে দেশে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষাতত্ত্বের খয়রা অধ্যাপক নিযুক্ত হন। ৩০ বছর কর্মরত থাকার পর ইমেরিটাস প্রফেসর পদে পুনর্নিয়োগ লাভ করেন এবং ১৯৬৩ সালে ভারতের জাতীয় অধ্যাপক হন। তিনি নানা বিষয়ে ৩৮০টিরও বেশি গ্রন্থ রচনা করেন।

তার বিখ্যাত রচনা ‘অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাংগুয়েজ’ প্রকাশিত হওয়ার পর তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং রবীন্দ্রনাথ তাকে ‘ভাষাচার্য’ উপাধিতে ভূষিত করেন। ভারত সরকার তাকে ‘পদ্মবিভূষণ’ উপাধিতে ভূষিত করে। ২৯ মে ১৯৭৭ সালে তার মৃত্যু হয়।

http://www.anandalokfoundation.com/