14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ৩০ শতাংশ বাস ভাড়া কমিয়ে ভ্রমণের সুযোগ দিলেন পূরবী পরিবহন

Link Copied!

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ঈদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত ধর্মীয় অনুষ্ঠান। ঈদ উপলক্ষে যখন বিশ্বের অন্যান্য মুসলিম দেশে দ্রব্যমূল্য কমানোর একটা সৎ প্রবণতা দেখা যায়, তখন আমাদের দেশে কিন্তু দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র, শুরু হয় মূল্য বৃদ্ধির প্রতিযোগিতা। তবে এবার হিন্দু হয়েও ঈদে ৩০ শতাংশ বাস ভাড়া কমিয়ে ভ্রমণের সুযোগ করে দিয়েছেন পূরবী পরিবহনের মালিক কাজল বাবু।

ঈদ উপলক্ষে আমাদের দেশে বাস মালিকরা তো ভাড়া দেড় দুইগুণ আদায় করা খুবই স্বাভাবিক ঘটনা। তবে এবার মুসলিম না হয়েও একজন হিন্দু ব্যক্তি ঈদ উপলক্ষে চট্টগ্রাম-বান্দরবান ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলা পূরবী পরিবহণ বাস ভাড়া কমিয়েছে। এই পূরবী পরিবহনের নন এসির ভাড়া ৩৫০ টাকা থেকে ১০০টাকা ছাড়ে ২৫০ টাকা এবং এসির ভাড়া ৫০০ টাকা থেকে ১৫০টাকা ছাড়ে ৩৫০টাকা নির্ধারণ করে ভ্রমণের সুযোগ দিয়েছেন।

পূরবী পরিবহনের কর্ণধার কাজল বাবু জানিয়েছেন, জীবিকার প্রয়োজনে বেশিরভাগ মানুষ কর্মজীবি তাই এই দুই ঈদে ছুটি পেয়ে কিছুদিন পরিবারের সাথে সময় দিতে পারে। পরিবার পরিজন নিয়ে ঈদে ঘুরতে যেতে চান কিন্তু সবাই ভাড়া বাড়িয়ে দেয়। সাধারণ জনগনের সুবিধা বিবেচনা করে ৩০% ভাড়া কমিয়ে ভ্রমণের সুযোগ করে দিয়েছি।

ঈদ উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানও এক সপ্তাহের জন্য বন্ধ থাকে। ঈদের নতুন জামা কেনার ধুম পড়ে দেশজুড়ে। ঈদের নামাজ ও ফিতরা আদায়, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে ঈদের আনন্দ শুরু হয় এ দেশে। নতুন জামাকাপড় পরিধান, মেয়েদের হাতে মেহেদি পরা, বাড়িতে মজাদার রান্না এবং বন্ধুদের সঙ্গে বেড়ানো ও আড্ডা ঈদের অন্যতম রীতি। এই সুযোগে সারাদেশের ব্যবসা প্রতিষ্ঠানে চলে মূল্য বৃদ্ধির প্রতিযোগিতা।

বিশেষ করে এবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শপিং মলগুলোতে ছিল মূল্য ছাড়ের প্রতিযোগিতা। দেশটির শত শত দোকানে বিভিন্ন পণ্যের ওপর দেয়া হয়েছে ৯০ শতাংশের বেশি ছাড়। রাজধানী আবু ধাবির আল ওয়াদা, মুশরিফি ইয়াস, মারিনা, ডালমা, হিলি, জিমি ছাড়াও ৫০০ এর বেশি শপিং মল গুলো এ ছাড়ের ঘোষণা দিয়েছেন। ক্রেতাদের উৎসাহ দিতে ঈদ উপলক্ষে এ ছাড় দেয়া হয়। এ সময় কিছু কিছু ভোগ্যপণ্যে ৫০ শতাংশের ওপরে ছাড় ঘোষণা করা হয়।

আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পক্ষ থেকে মূল্য হৃাসের ঘোষণা দেওয়া হয়।

পাকিস্তান রেলওয়ে ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ট্রেন ভাড়ায় টিকিটের ওপর ৩০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। মূলত ঈদের তিন দিনে সারাদেশে চলমান সব ট্রেনের ভাড়ায় ৩০ শতাংশ ছাড় দিচ্ছে পাকিস্তান রেলওয়ে। আগামী ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত রিজার্ভেশন অফিস এবং স্টেশনগুলোতে এই ছাড় দেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহার তিন দিনে পাকিস্তান রেলওয়ের ইকোনমি ক্লাস, এসি পার্লার, এসি স্লিপার, এসি বিজনেস এবং এসি স্ট্যান্ডার্ড ক্লাসে ভ্রমণের সময় ৩০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা।

http://www.anandalokfoundation.com/