ইউক্রেনে অস্ত্র পাঠানোর যে ধারা অব্যহত আছে সেটি যেন বন্ধ হয়ে না যায় মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
তিনি আরো আহ্বান জানিয়েছেন, মিত্র দেশগুলো যেন রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে ভারি অস্ত্র দেওয়া অব্যহত রাখেন।
বুধবার ব্রাসেলসে ন্যাটো দেশভুক্ত দেশসহ মোট ৫০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে এমন কথা জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, ইউক্রেনের আত্মরক্ষায় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটি আমাদের বাড়াতে হবে। আমাদের অবশ্যই আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে ।
এছাড়া ন্যাটোর সেক্রেটারি জেনারেল জানান, ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনেক দূরপাল্লার এবং ভারি অস্ত্র দেওয়া অব্যহত রাখবে।