13yercelebration
ঢাকা

ইউক্রেন যুদ্ধে জড়াতে পারে বেলারুশ

Link Copied!

রাশিয়া যেকোনো সময়ে ইউক্রেনে তার মিত্র দেশ বেলারুশের সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারে এমন সম্ভাবনা কিয়েভ উড়িয়ে দিচ্ছে না বলে ইউক্রেন।

বেলারুশের সশস্ত্র বাহিনী বুধবার হঠাৎ করে বড় আকারের মহড়া শুরু করার পর আন্দ্রি ডেমচেঙ্কো ওই মুখপাত্র বলেন, ইউক্রেন তার প্রতিবেশীর সামরিক বাহিনীর এই পদক্ষেপের জন্য ‘প্রস্তুত’ ছিল।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য বুধবার হঠাৎ করে মহড়া শুরু করেছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া প্রতিবেশী দেশ বা সাধারণভাবে ইউরোপীয় সম্প্রদায়ের জন্য কোনো হুমকির কারণ হবে না।

সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে আসছে বেলারুশ।

http://www.anandalokfoundation.com/