গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে সরকারি নির্দেশনা লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ জন মোটর সাইকেল চালককে ৬০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।
রোববার বিকেলে গৌরনদী বন্দর, বাসষ্ট্যান্ড, টরকী বন্দরসহ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ তরমুজের বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যসায়ীদের নিদের্শনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন।