মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর মাদ্রাসা হইতে দয়ারামপুর সরকারী প্রাইমারী স্কুল পর্যন্ত প্রায় ২.৫০ কিঃ মিঃ রাস্তা কাচা হওয়ায় ধুলো বালি এবং খানা খন্দরের কারনে মানুষের পায়ে হেটে, সাইকেলে, মোটর সাইকেলে চলাচল করা চরম সমস্যা।
দেখা যায় কামারখালী হইতে রাজধরপুর পর্যন্ত পাকা। আবার ফুলবাড়ী হইতে গন্ধখালী পর্যন্ত ইটের রাস্তা, নাওড়াপাড়া হইতে দয়ারামপুর পর্যন্ত পাকা রাস্তা তবে দয়ারামপুর হইতে গয়েশপুর মাদ্রাসা পর্যন্ত কাচা রাস্তা যেটা ধুলাবালি এবং খানা খন্দরে ভরপুর। বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে মানুষ ভালোভাবে মোটেই চলাচল করতে পারে না। তাছাড়া জারজননগরে একটি সরকারী প্রাইমারী স্কুল আছে ।
তাই বৃষ্টি কাদার দিনে মানুষ চলাচল করতে পারে না কাদার জন্য তাছাড়া ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে যাওয়া চরম সমস্যা সহ নানাবিধ সমস্যা। তাই এই রাস্তাটি পাকা হয় নতুবা ইটের হয় সেই ব্যবস্থা করার জন্য কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র এবং উপজেলা প্রশাসনের নিকট তাই অত্র এলাকার গ্রামবাসীর জোরালো দাবী যাতে তারা ধুলাবালি রাস্তা থেকে মুক্তি পায়।